সমীপেষু

পরিবার বলতে আমি বুঝি একাত্মতা, সেখানে রক্তের প্রাধান্য আমার কাছে কম। তাই পরিবার যত বাড়ে৷ দায়িত্ব বৃদ্ধি পায়। দায়বদ্ধতা বাড়ে। আরও যেটা বাড়ে তা হলো সবার থেকে শুধু এগিয়ে থাকার লড়াই।
আমরা সবাই লড়তে ভালোবাসি তবে অবশ্যই সেটা পরিবারের সবাই একসাথে এবং কাঁধে কাঁধ মিলিয়ে। অনেক ঝড় কাটিয়ে সাহিত্য ZONE আজ ৫৮ তম সংখ্যায়। পাশে সবাই ছিলে আজও আছো, আর এটাই বলব, আমাদের ঐক্যতা। এভাবেই আরও বেড়ে উঠুক পরিবারের পরিসর।