কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

এই গরমের আবহাওয়াতেও রয়েছে দৈনন্দিন বিভিন্ন রকম প্রয়োজন, যার জন্য যেতে হচ্ছে বাইরে। অফিস, স্কুল, কলেজ, বিভিন্ন অনুষ্ঠান প্রায় সবই গত দু-বছরের মলিনতা কাটিয়ে উঠেছে নতুন করে তাহলে স্টাইলই বা বাদ যাবে কেন!
বন্ধুরা আজ চলো দেখে নিই এই বীভৎস গরমে চুটিয়ে স্টাইল করার কিছু টিপস্-

#১ – রং
গরমে যদি চাও নিজে থাকবে কম্ফোর্টেবেল তাহলে রঙ বাছার ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। এরকম অত্যধিক গরমের জন্য হালকা গোলাপী, হালকা হলুদ, আকাশী, দুধে আলতা, ফেডেড ব্লু, লেমন ইয়লো, আর অবশ্যই সাদা রং ব্যবহার করো। দেখবে ফ্যাসানের সাথে সাথে নিজেকেও কম্ফোর্টেবেল রাখতে পারবে এর কারণ একটাই, এই রঙগুলো সূর্যের তাপকে রিফ্লেক্ট করে ফলে তাপ শরীরে শোষণ কম হয় আর তাই থাকা যায় অপেক্ষাকৃত ঠান্ডা।

#২ – পোশাক
গরমে বিভিন্ন পোশাক ট্রাই করতে আমাদের ইচ্ছে হয় তবে বিশেষ ভাবে খেয়াল রাখা প্রয়োজন যে খুব টাইট বা স্কিন টাইট পোষাক না পরার দিকে। ভীষণ ভারি বা অত্যধিক চকচকে পোষাক যত কম পরা যায়, ভালো।
ঢিলেঢালা, হালকা, লুজ-হাতা জাতিও পোষাক বা কাফতান জাতিয় পোষাক এক্ষেত্রে উপযোগী। এছাড়াও প্লাজো, স্কার্ট প্যান্ট, স্কার্ট, হালকা শাড়ি পরা যেতেই পারে। যাতে শরীরে হাওয়া চলাচলের যথেষ্ট জায়গা থাকে তার দিকে নজর রাখা প্রয়োজন।

#৩ – সাজগোজ
এসময় দাঁড়িয়ে খুব লাউড মেকাপ একেবারেই বাঞ্ছনীয় নয়। বরং নো মেকাপ লুক ইজ বেটার। হালকা সেডের লিপস্টিক, আইস্যাডোর ব্যবহার করা যেতেই পারে।

#৪ – চুল
চুল যদি খোলা থাকে, তা সে ছোটো বা বড়ো যাই হোক, বেশ অস্বস্তিকর লাগে। প্যাচপ্যাচানি গরমে চিপচিপে চুল মুখে বা পিঠে পরলে অস্বস্তি হয় তাই যতটা সম্ভব বাঁধা চুলের সাথে হেয়ার স্টাইল করা ভালো।

#৫ – ত্বক
এই গরমে ত্বককে ভালভাবে ক্লিন করে, ময়স্চারাইসড করা প্রয়োজন, যাতে করে তা ভেতর থেকে সুস্থ থাকে।
প্রত্যেকদিন অন্তত একবার আইস ম্যাসাজ করা ত্বকের জন্য বেশ সুখকর হবে। এছাড়াও টোনার ও সানস্ক্রিন মাস্ট।

আজ এই ওবধি থাক, পরের সপ্তাহে আসবো আরও কোনো নতুন পর্ব নিয়ে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।