এক পশলা প্রেমে নিয়ে চলো যেখানে সব সাদা-
আরতিমঞ্চে বসেন হিমকন্যা আর প্রদীপ হাতে নেন মহাকাল
চোখ ঝাপসা হয়ে আসে
দুহাতে নাও বিষান-বাঁশি
আমি আবার ডুবে যাই মোহসমুদ্রে
হোমাঙ্গন ছেড়ে রুদ্রলোকে ঘর বাঁধেন কর্পূরাসনা শিব
আমি রূপনামায় যন্ত্রনায় কোঁকড়াই বলি –
শিব শক্তি, শক্তি শিব…