বিলাসবহুল ফ্ল্যাটে দাঁড়িয়ে, কেতাদুরস্ত পোশাকে সজ্জিত হয়ে এবং চড়া মেকাপ করে যারা লাইভে আসেন আমি তাঁদের খুব ভালো করে পর্যবেক্ষণ করি। কি সুন্দর তাঁদের স্টাইল সেন্স! কি সুন্দর তাঁদের কথা বলার ধরণ! কি সুন্দর তাঁদের আরও কত্ত কি! দেখি আর ভাবি। ভাবি আর দেখি…”
এরকমই একটা পোস্ট পড়তে পড়তে ভাবলাম মানুষের কত সময়। তাঁরা শুধু নিজেদের নিয়ে ভাবেন তাই না, বিশ্বের সৃষ্টি তত্ত্ব নিয়ে নিজের অজান্তেই কত জ্ঞান যে দিয়ে ফেলেন রুচিকর ভাষায় তা বেশ লাগে। এত রুচির পরিচয় মানুষ কেন দেয়? এই প্রশ্ন টা আমি তোমাদের কাছে রাখলাম। কেউ খেয়ে শান্তি পায় কেউ খাইয়ে। আমি কিন্তু খাওয়া আর তৃপ্ত হবার কথায় বললাম। তারপরেও আলোরন তুলো না। ZONE কেমন লাগছে জানিও। আর লেখা পাঠিও টেকটাচটকের সাহিত্য ZONE এর জন্য।
নতুন সেগমেন্টের কথা মনে আছে তো???
তোমরা প্রশ্ন করবে আর আমি পৌঁছে দেবো মনোবিশারদের কাছে আর উত্তর জানাবো তোমাদের সবচেয়ে প্রিয় সাহিত্য ZONEএর পাতায়।
আজ এই ওবধিই। দেখা হচ্ছে কিছুক্ষন পর আড্ডা লাইভে।