সমীপেষু

আজ কবিতারা শীতের দেশের দরজায় কড়া নাড়ছে। দরজার ওপারে খুব শীত।
রোদ্দুর মিষ্টি হলে চা’য়েরা ঠান্ডা হয় বড়ো তাড়াতাড়ি তাই এখন উলের গরমের মরশুম। তবে মরশুমি লেবুরা বিদ্রোহী হয়নি এখনও। হালকা পাতলা বোল চালে বেশ চলেছে দার্জিলিং মেল, দুলকি চালে। এমন সময় চা’য়ের কাপ আর হাতের মোবাইলে সাহিত্য ZONE, উউফ জমে পুরো মালাই চমচম্।
পড়ে নাও তো দেখি চটপট আজকের লেখাগুলো, পরের সপ্তাহে আরও শীত নিয়ে আবার আসবে সাহিত্য জোন।