T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় সুব্রত চৌধুরী

শ্যামা মা
শ্যামা মায়ের মাঝেই নারী
পায় যে খুঁজে শক্তি,
ধূপে ধুনোয় মোমের আলোয়
জানায় মাকে ভক্তি।
সুখের নতুন মাত্রা পেতে
শ্যামা মাকে পুজে,
প্রেম ও প্রীতির পথটা সবাই
আলোকমালায় খোঁজে।
মায়ের চরণ আলো করে
রক্তজবা ফুলে,
আতশবাজির আলোকছটায়
মনটা ওঠে দুলে।
শ্যামা মায়ের আরাধনায়
আলোক গানের সুরে,
‘আঁধার টুটে আলোর বুনন’
অমানিশা দূরে।