অগোছালো দিন,
যাপনও খানিকটা সেরকমই।
কোন প্রস্তুতি পর্ব থাকে না,
মানে সেই মূহুর্তে যা ভালো লাগবে বলে মনে হয়-
সেটা করেই কেটে যাচ্ছে বেশ কয়েকটা দিন।
কারণ তো অনেক আছে।
বুঝিনা যে তা নয়।
তবে, নিজেকে ব্যস্ত রাখার অভিনয় করে-
সব কিছু থেকে বিমুখ হচ্ছি।
বারবার।
দিন শেষে বিছানায় গা এলিয়ে-
চুপিসারে তোমায় একবার খুঁজে এলাম।
সারাদিন দেখতে না পেয়ে মনটা খুব একটা ভালো ছিলো না।
তবুও, আগের মতো বলে ফেলার অভ্যেসটা
খুব সুন্দর করে বদলে দিতে পেরেছো।
চোখ বুজে যখন অনেককিছু দেখতে পাই,
তখন নিজেকে কেমন প্রেমিক প্রেমিক লাগে।
শুধু আগের মতো আর কবিতা আসে না।
চারিদিকে কত্ত প্রতিবাদ সভা-
লাল ঝান্ডা ধারী মানুষ গুলো এখন,
আরেকটু মানুষ হওয়ার প্রচেষ্টায় মগ্ন।
কিন্তু আমি প্রতিবাদী বা মগ্ন, কোনটাই হতে পারিনি।