মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮০
বিষয় – দোল উৎসব / ক্রেতা সুরক্ষা / মানবিক
মানবিকতা অস্তাচলে
মানবিকতা আজ অস্তাচলে,
লেগেছে রাহুর গ্রাস!
মনুষ্যত্বের আপন ধর্মেরই আজ,
হয়েছে বিনাশ।
জাত ধর্মের বেসাতি আজ,
বৈষম্যের রাজ,
বিভেদ নীতির পোয়াবারো,
মানবধর্ম খুইয়েছে তার তাজ।
সভ্যতা কি আগুয়ান?
না কি, ফের ফিরছে সে গুহামুখে?
চারিদিকে লালসার লেলিহান শিখা,
ক্ষমতা পরম নিশ্চিন্তে করছে বাস আপন আত্মসুখে।
সূর্য্য বুঝি গেছে সরে,
বহু আলোকবর্ষ দূরে?
দিনের সবটুকু আলোকেই আজ তাই,
তমসা খায় কুঁড়ে কুঁড়ে।
চাঁদও ঢেকেছে আজ শুধু কলঙ্কতেই,
জোৎস্নালোক নেই তার।
পৃথিবী জুড়ে আজ শুধুই আঁধারের রাজ,
আঁধারে ডুবেছে এ পৃথিবী, সমাজ, সংসার।
নরপিশাচেরা আজ প্রাণখুলে হাসে,
উল্লাসে উৎকট।
সভ্যতার মঞ্চে ঘটেছে যবনিকা পাত,
মানবজাতির অধুনা মহা সংকট।