ক্যাফে কাব্যে সুজিত চট্টোপাধ্যায়

বসন্ত বিলাপে

বসন্ত বাতাস কখন যে হয়ে গ্যাছে
গ্রীষ্মের দাবদাহ ؛
বুঝতে পারিনি শীতাতপ ঘেরাটোপে,
উহ ! কি দুঃসহ !
জীবনের ইতিউতি বৈশাখী প্রবল প্রতাপ
একটুকু ছায়া খুঁজি,
বেড়ে যায় ক্রমাগত শরীরী রক্তচাপ |

মনেতেই ঘর বাঁধি
আপন জীবন রাঁধি
দুঃখ সুখের রেসিপির এক নিজস্ব মশলায় ؛
পাতে বসে খেতে গিয়ে দেখি
অখাদ্য রন্ধন অতি, মুখে তোলা দায় |
তবুও খেতেই হবে ۔۔۔
স্বপাক আহার ,স্বাদহীন গন্ধহীন বর্ণহীন
বেঁচে থাকা জীবনের আরো কিছু দিন |

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।