T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় সংহিতা চৌধুরী

পূর্ণিমার খুশিতে
ওমা লক্ষ্মী এইবেলা কোথায় যাচ্ছিস!
আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণিমা চলে আসবে যে,
আমি এখন যাই।
চাল- কলা- বাতাসা আর একটু পান – সুপারির পসরা বসাব
তোর খুব প্রিয়,
আমিও ভালোবাসি।
পূর্ণিমাকে ধরে রাখিস আমি আসা পর্যন্ত।
আকাশের তারারা আজ সাজবে
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সোনা ধান দেব
আজ লক্ষ্মী কাচা হলুদ মেখে অলঙ্কারে সেজে উঠবে
তিল, হরতকী আর চালে আসর বসবে।
শুদ্ধ ঘি, আমকাঠ আর ধূপের গন্ধে
ঘরে আলপনা সাজাব
পূর্ণিমা খুশিতে জ্বলজ্বল করবে
আর আমি তোর সাথে রাত জাগব।