কমলা রং এখন ভীষণ ইন-ট্রেন্ড। যে কোনো স্কিন কম্বিনেশনের সাথে সেড ম্যাচ করে পরা যেতে পারে এই রং।
স্লিভলেস লং টপ বা অফ সোল্ডার গাউন যে কোনো আনন্দ অনুষ্ঠানেই পরা যেতে পারে।
স্লিভলেস লং লেন্থ টপ হলে চুল রাখুন খোলা বা টপ নট। গাঢ় রঙের লিপস্টিকের সাথে ডার্ক আই মেক-আপ। কানে লম্বা দুল আর লং নেকপিস।
অফ সোল্ডার ওরেঞ্জ গাউনের সাথে ড্রাউজি মেক-আপ, লম্বা স্টোনের দুল ও গলা ভরাট করা নেকপিস পরুন হাতে পরুন মোটা মানানসই ব্যাঙ্গল।
চুলে বিন্যস্ত খোঁপা করুন সাথে লাগান স্টোনের হেয়ার পিন। লম্বা দুটো ক্রিম্প করা লকস্ ছেড়ে রাখুন। একটু হেভি মেকাপ করে চোখ ও ঠোঁট হাইলাইট করুন, তাহলে আপনিও অনন্যা।