কবিতায় বলরুমে সুরভী চ্যাটার্জী

ধূসর পাহাড়
ধূসর পাহাড় স্নান সেরে নিয়েছে উদ্বৃত্ত সাগরের নোনাজলে।
মশগুল হাওয়া ভিরিয়ে ছিলো একটি কাগজের নৌকা
তাও বুঝি ডুবে গেলো কোনো
অবসাদের উত্তাল ঢেউয়ে।
বেঁচে আছে একটি নির্জন দ্বীপ তারার আলোকে সঙ্গী করে
আর ঋণী পরিযায়ী রক্ত পালকের কাছে
গাছের উপমহাদেশে একলা থেকে।