• Uncategorized
  • 0

দিব্যি কাব্যিতে শেষাদ্রি চট্টোপাধ্যায়

অবসাদ

সাফল্য সাজানো থাকে
কাঁচ গুলি ভেঙে ভেঙে যায়
কেউ তো নির্বাক নয় , সময় সমাজ
তবু সমুদ্র মাপতে যায় মাটির পুতুল
নোনা হাওয়া টুকু ঘিরে থাকে
পাক খায় অলৌকিক ভয়
ছেড়ে যায় পুরনো বন্ধুও একদিন
ছেড়ে যায় হটাৎ কখনো
আমাদের আপেক্ষিক জয় –
এরকম একদিন দুদিন
প্রতিদিন গ্রাস করে সব
ছেড়ে যায় পুরোনো বন্ধু ও একদিন
সাফল্য সাজানো থাকে কাঁচের আড়ালে
অবসাদ উঠে আসে দেরাজ আলনায়
সবকিছু ভেঙে ভেঙে যায় I
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।