অতিমারীর কারণেই হোক, গত এক বছরে আমরা যা পেয়েছি তা নিঃসন্দেহে এক ভালো অভিজ্ঞতা| বেশ কিছু অনলাইন সেশন এ বই পড়া, শিশু কিশোর সাহিত্য, নাটক ইত্যাদি নিয়ে আলোচনা, এবং বেশ কিছু জেলায় এবং শহরতলিতে বইমেলার আয়োজন অবশ্যই ছোট ছোট ছেলেমেয়েদের এবং বড়দের মধ্যেও পড়ার আগ্রহ তৈরী করেছে| সেইসব বইমেলায় নতুন গল্প, নতুন নতুন চিন্তাভাবনা, শিশু, কিশোর, বয়সের সন্ধিক্ষনে দাঁড়িয়ে অনুযোগ বা ভালোবাসা – এই সবই স্থান পেয়েছে| ক্লাসিক লেখা ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে অনুবাদ সাহিত্য, আধুনিক গল্প, পড়াশোনা, পরীক্ষা, বিশ্বের নানাবিধ সাহিত্য নিয়ে আলোচনা এবং পরিবারে শিশু -কিশোরদের মতামত কতটা গুরুত্বপূর্ণ এই সব মিলিয়েই বইমেলা এবং অনলাইন ক্লাসগুলি অনেকরকম পর্যালোচনা ব্যক্ত করেছে| বইবাজার, মেলা থেকে রসদ সংগ্রহ ছাড়াও এই ছোট ছোট বইমেলাগুলি হয়েছে শিশু কিশোরদের ঘুরে বেড়ানো এবং বই দেখতে শেখার জায়গা| স্কুল ছুটির পর হয়তো সবসময় কলেজ স্ট্রিট বইপাড়ায় সবসময় যাওয়া সম্ভব হয়না কিন্তু এই মেলাগুলির মাধ্যমে পকেট লার্নিং আর জেলায় জেলায় বই খুঁজে দেখার সেই অমোঘ এক আকর্ষণ অন্তত তৈরী হয় |
বইয়ের আবেদন সর্বাঙ্গীন, এই আধুনিক এবং কিছু ক্ষেত্রে রোবোটিক সমাজে সেই চাহিদার মূল্যায়ন এবং অনুধাবন করা খুবই জরুরি.
ভালো লেখা পড়তে এবং তোমাদের লেখা, আঁকা অনলাইন এ দেখতে আজই লেখা, আঁকা পাঠিয়ে দাও ‘সাহিত্য হইচই’- তে.