কাব্য কথায় সৌমিত্র চক্রবর্তী

শুধু আমি নয়

হাত বাড়ালাম যেই,
ভুবন চরাচর জুড়ে জেগে উঠল সে-ই।
তাহার গায়ে কালি,
যত্নে পোষা স্বপ্নগুলো পলকে চোখের বালি।
বালির বুকে ঘর,
জানলা খুলে বলল মরলে এখানেতেই মর।
মরার-ই নাম প্রেম,
এ কথাটা আমি ছাড়াও শ্যাম-রাই জানতেন।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।