T3 || অবিস্মরণীয় নজরুল || বিশেষ সংখ্যায় সুমিতা চৌধুরী
by
·
Published
· Updated
আজও প্রাসঙ্গিক তুমি নজরুল
তুমিই প্রথম উদাত্ত আহ্বানে, বিশ্বজনীন ডাকে,
আপন চোখে দেখতে শিখিয়েছিলে বিশ্ব-জগৎটাকে।
তুমিই প্রথম দিয়েছিলে কণ্ঠে বিদ্রোহেরই ভাষা,
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে এনেছিলে স্বাধীনতার অভিলাষা।
কারাগারও করতে পারেনি তোমার কণ্ঠ রোধ,
শাণিত কলমে জাগিয়েছিলে তুমি জাতীয়তাবোধ।
অত্যাচারীর চাবুক কিংবা দারিদ্র্যের যাতনা,
তোমারে আরো শাণিত করেছিল, দিয়েছিল নব চেতনা।
তাপে, শোকে, ব্যথায়, ব্যাধিতে দমাতে পারেনি কোনোদিনও,
তুমি তাই ছিলে, আছো, যুবশক্তির প্রতিনিধি সম।
তুমিই প্রথম বেঁধেছিলে সাম্যেরই গান,
জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে দেখিয়েছিলে সকল মানুষের আসল স্থান।
তুমিই আবার প্রেম দরিয়ায় এক সাক্ষর বিরল,
আজো তোমার কাব্য গাথায় কত হৃদয়ে ফোটে প্রেমের শতদল।
তুমি আজো নওজোয়ান বিদ্রোহে, প্রেমে, প্রেরণায়,
তুমি আজও প্রাসঙ্গিক বিশ্বের দরবারে, তোমার সৃষ্টির চেতনায়।।