প্রবাসী মেলবন্ধনে সুদীপ্তা চট্টোপাধ্যায় (নিউ জার্সি)

১| অপেক্ষার প্রতিটি ঢং …
কাঁচের শার্শির বরফে ঝলকানো আলো নয়
নোঙড়হীন ভেসে থাকাটুকু রোদ্দুর মেলে
কোঁচড়ে লাজহোমের খই
দুহাতে সমর্পণের কুলো
অপেক্ষার প্রতিটি ঢং আজ একমুখী
সপ্তপদীর অদূরে যে দিনলিপি
তার হৃদিযজ্ঞেও অগ্নাহুতির আগুন
বুকের বিস্তৃর্ণ ধু ধু মরুচরাচরে
আকুল জেগে থাকে বিষণ্ণছায়া
আমরা ছলনা শিখি
অভ্যেসের যা কিছু ভেঙে চুরচুর
তারই মায়াকাঁটা বিঁধে থাকে পায়ে
কখনও সুরেলা টোন কখনও বেসুরো ইংগিত
বেজে চলে আমাদের ইশারার নহবতখানা॥