দিব্যি কাব্যিতে শেষাদ্রি চট্টোপাধ্যায়

দিনলিপি
আসমান ,নীল নীল
চাঁদ
বেলা যায় কেমন
তারায়
ভেসে আসে অলৌকিক
সুর
জানি তার কিছুটা
সুদূর
লিখে রাখি যখন
যেমন
তুমি জানো পুরোনো
দুপুর
জমা হলে হিসেবে
নিকেশ
জমে যায় একতারা
তার
চলো আজ বেরোনো
দরকার
হাতড়িয়ে ঝুলি গুলি
শুধু
দেখ মাঠ ঘাট
ধু ধু
পথে পথে হারানোর
ভয়
ভাসে দেখো হাওয়ায়
সময়
আসমান নেই কোন
মেঘ
লিখে রাখি অচেনা
আবেগ II