কবিতায় সুদীপা চ্যাটার্জী

পরাধীন মেয়ে

হঠাৎ ই রোদ হাসবে একদিন ,
মুছে যাবে সব অন্ধকার ,
দিনের শেষেও ফুটবে আলো,
খুলবে সেদিন বন্ধ দ্বার।
আসবে সেদিন সামনে সে মেয়ে ,
যে মেয়ে ছিল সুপ্ত হয়ে ।
বেরিয়ে এসে বুঝিয়ে দেবে
আর যে কিছুই নেই একঘেঁয়ে ।
বুঝবে সমাজ বুঝবে সবাই,
নারী নয়কো অবলা।
চন্ডাল হয়ে বুঝিয়ে দেবে ,
বড়ো কঠিন তার পথ চলা ।
তবুও সে থামবেনা মেয়ে
এগিয়ে যাবে সামনে ।
পরাধীনতা কাটিয়ে সে
আসবে মা দুগ্গার বেশে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।