মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৪
বিষয় – নবান্ন/ আঁচড়/ শান্ত প্রতিবাদ
আঁচড়ের ক্ষত
আঁচড়ে আঁচড়ে ক্ষতবিক্ষত আজ গলি থেকে রাজপথ,
হাজারো প্রশ্নের তীক্ষ্ম ফলায় বিদ্ধ আজ প্রতিটি গ্রাম থেকে শহর।
বোবা কথারা থেমে আছে সেখানে নিরুত্তর হয়ে,
হাজারো প্রতিবাদ- প্রতিরোধের নিষ্ফল ক্রন্দনে রুদ্ধ তার বাতাস,
কালির আঁচড়ে লেপেছে অলি- গলির প্রতিটি দেওয়াল।
রাত্রিগুলো যেন ত্রাসের চিহ্ন বয়,
জনপদগুলো যেন অদৃশ্য শ্বাপদদের এক বিচরণভূমি,
দিনগুলো ভীষণ শীতার্ততায় কাঁপে অহরহ,
পায় না মন মননের উষ্ণ পরশ কোনো।
চারিদিকে বারুদের গন্ধ আর হিমশীতল রুধির ধারা,
সকালগুলো রবির আলোকেও যেন মুছতে পারে না রাতের আঁধার,
রাতগুলো চাঁদ তারার জলসাতেও হয় বেসাহারা।
প্রতিবাদের প্রতিটা মোমবাতি আজ নিভেছে ভীষণ ক্লান্তিতে,
সকল মেরুদণ্ড নুয়ে তারা কি ভীষণ জবুথবু!
শুধু জ্বলছে চোখের মশাল লেলিহান শিখায়,
ছুঁড়ছে মুহুর্মুহু প্রশ্ন মনের তীব্র দাবানলে,
সেই আগুনে দগ্ধ হচ্ছে শহর, সমাজ, দেশ,
সেই আঁচড়ে ক্ষত হচ্ছে গভীর থেকে গভীরতর।।