মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪১
বিষয় – কনকাঞ্জলি / কালবৈশাখী
কালবৈশাখী
আকাশ মাঝে রুদ্র প্রলয়
মহাকাল ঐ আসে,
ধরতি মায়ের জীবকূল সব
কাঁপে শঙ্কা ত্রাসে।
তাণ্ডবেরই প্রলয় নাচন
গ্রাস করে চরাচর,
ধূলি ধূসরিত মাঠ ঘাট সব
দিগভ্রান্ত প্রান্তর।
মেদিনীর শুষ্ক সিঁথি মাঝে
বিদ্যুতের করাল রেখা,
দাবদাহে নিরস তপ্ত ভূমি
কালবৈশাখীর যবনিকা।
প্রকৃতির এই রুদ্র রূপে
বিদ্রোহেরই রব,
যেন বিপ্লবের রুদ্র তেজে
নাচে কালভৈরব।
গ্রীষ্মের প্রবল প্রখর তাপে
ফুটিফাটা মাঠঘাট,
জমি নিরস শুষ্ক মরু
ভরা বোশেখের দাপট।
তারই মাঝে ঝড়ের মাতন
সরব বিদ্রোহ সম,
কালবৈশাখীর রুদ্র তেজ
যাচে না কভু ক্ষম।।