T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় সুমিতা চৌধুরী
কাব্যের বসন্ত সমাগমে
পৃথিবীময় উড়ছে দেখো কাব্যের প্রজাপতি,
কালি-কলমের নির্যাসের ঐ শব্দগন্ধ মেখে।
মনপাখির ডানায় ফেরী করা সেই ফুলের সৌরভ,
নিয়েছো কি তুমি কখনো চেখে?
আনকোরা খাতায় অক্ষরগুলো করে কতোই কলতান,
কতো না রূপের ঝর্ণাধারায় বয়।
শীতের মাঝে অকাল বসন্ত নামে,
কখনো গ্রীষ্মের খরতাপে, বর্ষাসুন্দরী কথা কয়!
দিনদুপুরেই জ্যোৎস্না ভেজে মন,
পাড়ি দেয় রূপকথারই রাজ্যে!
হলুদ পাখির পাখার হলুদে,
স্নান সারে সে গায়ে হলুদের সাজে।
আবার কখন প্রেমের বসন্ত মাঝে,
মুছে যায় পলাশের সবটুকু রঙ।
সাদা জমিতে কালোর আঁচড়ে,
ফুটে ওঠে জাগতিক এক সঙ।
কত না কাব্যের মালা গেঁথে আজ,
কালজয়ী হয়েছে ইতিহাস।
কত উজ্জ্বল নক্ষত্রের সমাবেশে,
আলোকিত আজ সাহিত্যের আকাশ।
এসো তুমি আমি তারই কিছু চয়ন করি,
সাধের ঐ মনের আঁচল পেতে।
উর্বর জমি আবাদ হোক,
কাব্যেরই আনন্দ বসন্ত সমাগমেতে।।