T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় শুভঙ্কর চট্টোপাধ্যায়

মাতৃভাষা
মা ঠিক কীরকম হয়, আমি জানি না।
মায়ের আদর, মায়ের স্নেহ কেমন হয়
পড়েছি,শুনেছি
নিজে পাইনি কখনও।
মা বলতে আমি বুঝি
যা বলতে চাই, যা বোঝাতে চাই
সেসব যে সাজিয়ে দেয়
বর্ণ, শব্দ আর বাক্যের আদলে।
আমার রাগ হলে, কষ্ট হলে
খিদে, ঘুম, আদর পেলেও
যে আমার সঙ্গে থাকে,
সে’ই আমার মা।
আমার ভাষা, মাতৃভাষা।
মা বলতে ভাষাকেই বুঝি।