কবিতায় সুদীপ চক্রবর্তী (সুচ)

শেষ চিঠির প্রেক্ষিতে
পড়ছি তোর শেষ চিঠি খানা
কেমন করে লিখে দিলি,
ভুলেছিস সব, সেই বাহানা ;
সেই বিকালের আস্কারারাও বড্ড মেকী,
ভেবেছিলাম ভুলেই গেছিস, মনে আছে!
বলিস সে কি?
স্মৃতির পাতায় দাগ কেটেছিস? কুড়ি বছর দীর্ঘ সময়,
আমি ভাবলাম ভুলেই গেছিস?
কোন স্মৃতিটা আজও কাঁদায় বলতে পারিস?
সোহাগ করে প্রেমের খেলায় এখনো হারিস?
চিঠি লিখিস আগের মত?
বন্দী করিস নিজের ক্ষত?
শেষ চিঠিটা লিখতে গিয়ে হাত কাঁপেনি?
সত্যি করে বলতে পারিস, আমি কিন্তু তোকে চিনি।
শেষের শেষটা লিখলি যখন, তা কি ছিল সত্যি শেষ,
গুণ হয়েছে, এখন কিন্তু যত্ন করে মিথ্যা কথা লিখিস বেশ।
আচ্ছা না হয় ভুলেই থাকিস, আপত্তি নেই,
স্মৃতির চাদর কষেই বাধিস, আলগা হলে মনে পড়বেই।
লিখছি তোকে, দেখ না ভেবে মনখানা তোর ধার দিবি?
কাটাঘুড়ির মত, হারিয়ে গেছি, মন লাটাইয়ে বাঁধবি কি?