কবিতায় অরিজৎ বাগচী

মাতাল এই বসন্তে 

(ক)
বোতলের শেষে লেগে থাকা মদের মতো
তুমিও শেষ অবধি আমার শরীরে লেগে থাকবে

শুধু অপেক্ষাটা শেষ হয়ে যাবে সান্ধ্য বেলায় ।
রাত্রি নামবে না ।।

(খ)
একবার ভেবেছিলাম চাঁদকে চিঠি লিখব,
আসো চাঁদ আসো ,পানশালায় নেমে আসো

তৃষার্ত না করে তেষ্টা মেটাতে শেখো ,

চাঁদ আসলে কোনো চাঁদ নয় ,
আকাশের গায়ে ওটা মদের কলসি পোঁতা আছে ।

সবাই চোখের অঞ্জলি ভরে পান করো ।।

(গ)
বরফের গায়ে হুয়িস্কি গড়িয়ে পড়লে
জ্বলে ওঠে স্টিট ল্যাম্পের আলো ,

সোজাসুজি যারা হাঁটে তারা মানুষ
টলতে টলতে চলে যায় বেঁকে যায় ।
কিছু রাতের স্বর্নমুদ্রা

(ঘ)
রয়্যাল ডোজে ঢুবেছে আইসকিউব ,
প্রেমে ঢুবেছে যারা তারা তো উজবুক।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।