মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৬
বিষয় – ব্যতিক্রম/ শৈল্পিক/ বর্ষা

বর্ষার সাতকাহন

গ্রীষ্মের প্রখর দাবদাহে যখন ধরিত্রী তৃষ্ণার্ত,
তখনই বর্ষা আসে নিয়ে নব রসধারা।
প্রকৃতি নব প্রাণ সঞ্চারে হয় সজীব,
তরুদল সাজে নবপত্রে ফুলে ফলের সম্ভারে।
ধরিত্রী হয় রসসিক্ত উর্বর আবাদে উদ্বেল,
শীর্ণকায়া নদী নালা বয় আবেগে উছলি।
অলিরা ফেরে আবার পুলকে পুষ্পমধু সংগ্রহে,
পরাগ স্থাপন করে সৃষ্টির নব গর্ভসঞ্চারে।
সর্বত্র যেন নতুনের ডাক, চিরসবুজের মোড়কে,
বর্ষারাণী জলনুপূর পায়ে যেন নৃত্যে মাতে,
কখনো রুমঝুম, কখনো টিপটিপ, কভু ধারাবর্ষণে,
বাতাস হয় বুঝি বৃষ্টি পরশে পাগলপারা।
আকাশ, বাতাস, প্রকৃতিতে, যেন প্রেমেরই বাস,
সোঁদা মাটির মনকেমনের গন্ধের সাথে ফেরে।
সৃষ্টিতে, প্রেমিক মনে, নব প্রেমের উদ্ভাস,
কথা যেন মালা গেঁথে হয় কাব্য,
মধুর সুর সংযোগে গান হয়ে ফেরে,
মেঘ বিজুরির রাগে পরিণত হয় মেঘমল্লারে।
বর্ষা যেন সকল নব সৃষ্টির প্রেরণা,
প্রেম, কাব্য, নৃত্য, সঙ্গীতে মুখর সদাই।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।