কবিতায় শ্রীজিতা চক্রবর্তী

পাথেয়

হারানোর কথা আজ আর নয়;
ব্যর্থতার কথা বলবোনা একদমই।
যা হারায় তা ফিরলেও ফিরতে পারে,
যা যায় তা ফিরেছে খুব কমই!
হারানোয় যে হেরে যাওয়াটুকু থাকে
তাকে বুকে নিয়ে চলো এগিয়ে যাই-
জীবনের বাঁক ডেকে নেয় ঠিকই তাকে;
পথের পথিক তুমি, আমি সব্বাই।
ছায়ারা ভাবে একলা করে গেছে!
একলা রবি আকাশ জুড়ে থাকে
অস্তাচলে ঢলে পড়ার আগে;
পরের প্রভাত ঠিক সেখানেই আছে।
একলা ভেলা ভাসবে আপন মনে..
বাইবে কোথাও খুশির পারাবারে;
আঁজলা ভরে উঠিয়ে নিয়ে তখন
রেখে দিও পথের পাথেয় করে।
রেখে নিও ভালোটুকু প্রানে ধরে॥
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।