কবিতায় বলরুমে সুরভী চট্টোপাধ্যায়

ধ্বংস হয়ে গেছি
সময়ের খাতা খুলেছিলাম
আর অক্ষরেরা বলে উঠল ধ্বংস হয়ে গেছি…
রাত জড়িয়ে শুয়েছিল বুনলতা
চাঁদের কলঙ্কে আয়না দেখে একটি মেয়ে
আর দূরে ভীত গেঁথে ছিল
একটি অনিশ্চিত দাম্পত্যের সুখ…
দূরে নকশা করা নক্ষত্রদের আইন সভা
কার্যকারণ ভুলে থাকা একটি সূর্য
শব্দেরা বিছিয়ে হৃদয়ের জমি
গর্বিত ভবিষ্যৎ লুটিয়ে পড়ে ছুরির আঘাতে
আর সূক্ষ্ম ভাবনার রদ বদলেও
ফিরে আসেনা একটিও সুদিন…