কবিতায় বলরুমে মহীতোষ গায়েন

নবজীবনের গান

রাত শেষ হয়ে এলো চড়াই উৎরাই
হয়নি এখনো অনেক কথাই বলা,
পূর্ণিমা চাঁদ ডুবে যায় খাল পাড়ে
হয়তো হবে না একসাথে পথ চলা।

ছেলেটি মেয়েটি দেখেছে অনেক স্বপ্ন
সব স্বপ্ন ভেসে গেছে দুঃসময়ের জলে,
ছিন্ন তার একসাথে নব জীবনের গান
বহু স্মৃতি অম্লান সেই কৃষ্ণচূড়ার তলে।

তারা মিশেছে অজানা অচেনা পথে
হয়তো আবার হবে তাদের দেখা,
সে পথে আছে বহু সংশয় সংগ্রাম
এবার লড়াই আর নয় একা একা।

ভোর হয়ে এলো উঠবে মুক্তি সূর্য
নতুন করে লড়াই তাদের জারি,
প্রতিরোধ গানে গণ অঙ্গীকারে
সব হারাদের জীবন গড়তে পারি।

Spread the love

You may also like...

error: Content is protected !!