T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সংহিতা চৌধুরী

স্থাপত্য
রাত ঘুম ভেঙে একটা দূর্গের ভেতর চিত্রশিল্পে নিজেকে দেখতে পাই।
গ্রাম পরিদর্শনে বেড়িয়ে দেখি
পিরামিডের গর্ভে শেকড়ের আচ্ছাদনে এক উলঙ্গ পুরুষ
উপড়ে ফেলি যত শুষ্ক আবর্জনা
প্রাচ্য প্রাশ্চাত্যের জাত কারিগর খোদাই করে নকশা
হাতুড়ির বিকাশ ঘটে ভাঙা পাচিলে
সেই ঘর্ষণের চাপে খনির উত্তোলন হয়।
মতিঝিলের ভাস্কর্য সন্ধানে শুরু হয় স্থাপত্যের অট্টালিকা
ভূগর্ভের উত্তাপ বিগলিত হয়ে সম্পদের ক্ষরণ ঘটায়!
ক্রমাগত কারিগরীরা লোভনীয় মাটি আঁকড়ে ধরে
পৃথিবী ধ্বংসের পোশাকি পোকারা বিছানা পাতে।
পাথরের দাম বেড়ে শরীর ক্লান্ত হয়,
সময় ঘাম ঝরিয়ে বাষ্প ইঞ্জিনের চাপ বাড়ায়।
অবশেষে একটি কারিগর ঐতিহাসিক মানচিত্র আঁকে।