।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মানস চক্রবর্ত্তী

কাঙ্ক্ষিত

অনিন্দিতা তোমার কি মন খারাপ হয় না ?
রোজনামচায় বিষাদ নামে না ?
গোধূলিতে তুমি কি আর স্মরণ করো না ?
শরণ নিয়েছ কার ?
অনন্ত ফাল্গুন কি অন্তর্নীল ?
ঝাউঝড়ে ওড়ে নাকি ওড়না ?
নীল শামিয়ানা ?
হে সুনয়না |
অরণ্যের প্রতিটি গাছে এখনও রশ্মিমালা
এখনও চরণচিহ্ন আঁকাবাঁকা
এখনও জন্মদিনের উৎসবের মতো গভীর বিহ্বলতা
ছায়া স্তব্ধ আলিঙ্গনে শৈলী সন্ধান |
বহুদিনের ঘন মুগ্ধতা
সম্ভাষণ , উপমা , অভিবাদন
অনালোচিত ; তবু সত্য ;
তাই কাঙ্ক্ষিত |

তাই বসন্ত

অনিন্দিতা তোমাকে দেখে আজ
কী ভালো যে আমার লাগল ,
ভিড়ের মধ্য, অথচ একা |
স্বপ্নে তুমি , প্রহরী বেষ্টিত তুমি , আজ
অন্য অনিন্দিতা , নিরালম্ভ ও শূন্যতা ;
ঠিক যেন পদ্মের মাথায় ভ্রমরের মগ্নতা |
কী তিথি আজ ?
মনে হল বসন্ত উৎসব
মনে হল বুকের মধ্য সর্বস্ব ব্রহ্মাণ্ড
শব্দ , দ্বিধা , উদাসীনতা আর ভালোবাসা |
মহাস্থবিরের মতো মহানির্বাণের প্রশান্তি
আশ্চর্য শান্তি তোমার চোখেও
অন্তরিত লজ্জা অন্তরীক্ষে
অনিন্দিতা হাত ধরো
উৎসবের ঋণ শোধ করো |
ভালোবাসার দিন , তাই রঙিন ,
তাই বসন্ত |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।