ক্যাফে কাব্যে শ্রীতন্বী চক্রবর্তী

সম্প্রতি

বেড় দিয়ে দাঁড় করানো কাশগুচ্ছের সুনিপুণ মাপজোক,
হয়ে ছিলোই বা মনচাষা সংযোগ,
ঢেউ-রোমাঞ্চ আর বুদ্ধ-মেষপালকের প্রতিশ্রুতিও ছিলো অনেকটাই সাম্প্রতিক।
কিছুটা পায়ে-হাঁটা গন্তব্য, কিছুটা স্ফটিকস্নাত অক্ষমতার প্রতিশ্রুতি,
এসো না আরেকবার,
শিখেনি ধারাপাত বল্কলহীন,
এসো না,
উষ্ণতা চিনি, চুম্বনে রয়ে যাক ঋণ,
ভেসে থাক নির্জন জলযান
এক মুঠো তৃণভূমি সবুজের
চিঠি-মেঘ হিজলের রূপটান,
সায়রেতে ডুবস্নান অবুঝের।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।