T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় সুরভি চট্টোপাধ্যায়

আমার সাহসী সত্তার ভাষা বাংলা
আমার সাহসী সত্তার ভাষা বাংলা…
আমার প্রথম শব্দ ‘মা ‘
আমার নিত্য কবিতার সফর
আমার মায়ের হাত ধরেই….
সুতরাং, আমায় কোনো পশ্চিমি
ঝড়ে ডেকো না আর….
আকালের ঘর আমি বহু দেখেছি
আমার পাঁজর ভেঙোনা এমনকরে…..
যে ভাষার শব্দ ভান্ডারে
দু’বেলা পাতপাড়ে আমার ক্লান্তি….
নির্ঘুম চোখে রবীন্দ্রনাথ, জীবনানন্দ
শরৎ বাবুর গল্পকথায় কাটে
দুর্গম রাতের প্রহর….
সেই ভাষাই আমার বোধের ভাষা….
আমার ভাবের ভাষা….
আমার আমার ভাষা….
আমার প্রিয় বাংলা ভাষা….