কবিতায় বলরুমে সুজিত চট্টোপাধ্যায়

 জ্যান্ত হাতি

(ছোটদের ছড়া)

যাবো যাবো চিড়িয়াখানা
খাবো খাবো চীনাখানা।
সঙ্গে যাবে কে?

রাঙাপিসি ভালো মাসি
দামু মামার মুচকি হাসি
জ্যান্ত হাতি যে !

হাতি আছে পাল বাড়িতে
রসুল চাচার সাদা দাড়িতে
আনবে তাকে কে ?

খুকুমণির রাগ যে ভারী
মিথ্যে কথা বাড়াবাড়ি
দামুর সাথে তাইতো আড়ি
হাতি পাবে সে ?

হাতি নিয়ে হাতাহাতি
দাদা ভেঙেছে নতুন ছাতি
চাচা বলে নে ,,,

আলমারি তে ছিল বসে
ছুট্টে চলে বেদম কোষে
জ্যান্ত হাতি এ ,,,
এ-ই নে এ-ই নে ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।