কবিতায় বলরুমে শুভঙ্কর চট্টোপাধ্যায়

প্রত্যাশায় কিছুই পাবে না
প্রত্যাশাহীন হলে আকাশও হাতের কাছে নামে।
অচেনা শহর দিয়ে যেতে যেতে হাওয়া এসে থামে
তোমার উঠোনে।
প্রত্যাশা যদি না থাকে মনে।
আশা আর অপেক্ষার হাতে হাত রেখো না কখনও।
কীভাবে যে নিঃস্ব হবে,
পৌঁছোবে অসম্ভবে
সে খবর জানে না জীবনও।
মনকে লাগাম দিতে শেখো।
আবেগের ঝুঁটি ধরে,হৃদয় শাসন করে
কথাদের নিয়ন্ত্রণে রেখো।
যে চলে যাবেই, তাকে বাঁধবার চেষ্টা করা বৃথা।
নিজেকে বিক্ষত করে, অন্যকে বিরক্ত করে
শূণ্যে ঝাঁপ দেওয়াই অযথা।
কে শুনবে হৃদয়ের কথা?