মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৮
বিষয় – বসন্ত/ শিবরাত্রি/ শ্রীরামকৃষ্ণ

প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ

মানুষের মাঝেই সকল দেবতার বাস,
সহজ সরল কথায় তিনিই দিয়েছিলেন তার আভাস।
জীব সেবাই শিব সেবা,এই ব্রহ্মজ্ঞানে,
বিবেকবোধ জাগিয়েছিলেন সর্বসাধারণে।
চেতনার চৈতন্য আনলো নবজাগরণ,
সকল ধর্ম মাঝে ঘটলো এক মহামিলন।
উচ্চ-নীচ, ধনী-দরিদ্রের ঘুচলো সকল রেখা,
জাত-ধর্মের মাঝে টানলেন মানব ধর্মের সরলরেখা।
“যতো মত- ততো পথের ” মাধ্যমে দিলেন সকলের যোগ্য স্থান,
মাতৃরূপে কুমারী পূজায় আনলেন নারীর সম্মান।
দেবীজ্ঞানে স্ত্রীকে পূজে বোঝালেন স্ত্রীর সমমর্যাদা,
ভাব রসের ধারায় মেটালেন শাস্ত্রের নামে সকল শঙ্কা, সকল বাধা।
মহাজ্ঞানী, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, মহাবিদ্বানেরে,
অবলীলায় হারালেন নিজ বিবেক-বুদ্ধি, মানসিকতার জোরে।
নিজ মতে পূজা করে ঘোচালেন পূজার সকল সংস্কার,
মনের ভক্তিই শ্রেষ্ঠ নৈবেদ্য জ্ঞানে খুলে দিলেন দেবালয়ের দ্বার।
আর্য-অনার্য সকল বর্ণভেদ ঘোচালেন আপন “রাম-কৃষ্ণ” নামে,
সমানাধিকার আনলেন সকল মানুষের সহাবস্থানে।
“টাকা মাটি- মাটি টাকা” এই বাণীতে,
নশ্বরতার জাগতিক বাস্তব বোধ জাগালেন মনুষ্যত্বে মেতে।
ঈশ্বর বিশ্বাসী মানব মনের গভীরে প্রবেশ করলেন নিজ ধর্মের ভিত্তিতে,
আত্মপ্রত্যয়,মান-হুঁশ ফেরালেন নব চেতনার উন্মেষে।
গণজাগরণ ঘটালেন নব যুগের প্রবর্তনে,
“সবার উপর মানুষ সত্য” প্রতিষ্ঠা করলেন সকলের প্রাণের ঠাকুর, গদাধর নামে এক গ্রাম্য সাধারণ জনে।।

Spread the love

You may also like...

error: Content is protected !!