T3 || ঈদ স্পেশালে || লিখেছেন সুব্রত চৌধুরী
by
·
Published
· Updated
লকডাউনে ঈদ
অনুজীবে করছে তাড়া ভয়ে সবাই বন্দী
দহনকালে কেমনে বলো ঈদের খুশে মন দিই।
ঈদের দিনের গানটি আজ বেসুরো বাজে কানে
সুর ওঠে না কারো মনে ছিন্ন বীণার তানে।
ঈদের চাঁদটি হয়নি দেখা একসাথে আজ ভয়ে
দূরে দূরে আছি দু’জন দু:খ ব্যথা সয়ে।
ঈদগাহেতে হবে না আর নামাজ কোলাকুলি
তোমার হাতে হাতটি রেখে ঈদের মিষ্টি বুলি।
দহনকালে ঈদের খুশি নেইতো নতুন জামা
হৃদের কোণে বাজে সবার ব্যথার সারেগামা।
তুমি বিনে মন্ডা মিঠাই বিস্বাদ লাগে মুখে
ভিড়ে না আজ নীড়ে থেকে কোভিড দেবো রুখে।