T3 || Valentine’s Day Special || সংখ্যায় শুভঙ্কর চট্টোপাধ্যায়

লোভ তো আছেই
যতই বলি না কেন লোভ নেই,
লোভ তো আছেই,
মাছরাঙা ওড়ে যত উঁচুতেই,
চোখ তো মাছেই।
চারপাশে যত ঢাকী,আর যত
সততার ঢাক,
হাতে সকলেরই কাঠি,নিজেরটা
নিজেই বাজাক,
যখন নীরব তারা,তখনও কাঠিতে
কারুকাজ,
পরস্পরের পিঠ চুলকোতে
ঢাকীরা দরাজ।
লোভ তার পথ খোঁজে মৃদুস্বরে,
নিরীহ গলিতে,
কখনো সে জল মাপে
হাতে নিয়ে অদৃশ্য ফিতে।
কে’ই বা ‘হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালবাসে’,
অগণিত স্খলনের
দাগ লেগে থাকে ঘাসে ঘাসে।
গুছোনোর লোভ নেই জানি,তবু
লোভ তো আছেই,
যে তুমি চাও না কিছু,মন চাই
তোমার কাছেই।