কবিতায় বলরুমে রাজু রোজারিও
নববছরের প্রার্থনা
সুখ দুখ ব্যর্থতা সফলতা হাসি আনন্দে চলে জীবন,
এতে জমা হয় কত স্মৃতি, আসে বছর, চলেও যায়।
আকাশের দিকে তাকালাম, পূর্ণিমার বিদায়ী চাঁদ
ডেকে শোনায় বর্ষ বিদায়ের সুর, দু’হাত বাড়ালাম
চাঁদের রশ্মি, মুষ্টিবদ্ধ হাত তোমাতে বাড়িয়ে দিলাম
স্নাত হও, ভুলে যাও যত দুখ ব্যথা, অপ্রাপ্তি অশান্তি।
প্রথম প্রহরে হাত তুলে দিলাম গগন পানে উঁচিয়ে
মুঠোভরে নিলাম একরাশ কুয়াশা, ভেজা হাত
ছোঁয়ালাম তোমার অশ্রু ভেজা চোখে, মুছে দিলাম
সকল অশ্রু কষ্ট যত বেদনা, দৃশ্য বা অদৃশ্য যা-ই হোক।
নতুন বছরের প্রভাতে রবির আলোকচ্ছটাও নিলাম
তোমার মুখেই হাত ছুঁয়ে দিলাম, উষ্ণ মুখে হাসলে
হাসিতে উচ্ছাস, উল্লাসে মন, আশায় বাঁধলে বুক
তোমার হাসিতে সফলতা আর দেখি উজ্জ্বল আগামী।
দু হাত দিলাম উঁচিয়ে, প্রসারিত দু’বাহু প্রার্থনায়
সকল প্রানে সুখ শান্তি নামুক অঝোর বৃষ্টি হয়ে।
শান্তিস্নাত হৃদয়ে, পরিবারে, দেশে আর যুদ্ধ নয়
মিত্রতে যোগসূত্র আর শান্তিময় পৃথিবী হোক।