কবিতায় সোমনাথ চক্রবর্তী

সবুজ আবির
আজ চল্লিশটা লাশের ওপর
সবুজ আবির,
বুদ্ধি থেকে ক্ষীণ – জীবি
আপনি থেকে আমি,
সবাই স্থবির।
ঘন্টা খানেক বিশ্লেষণ চুলচেরা
শুধু একদল মানুষ,
আর হবে না তাদের ঘরে ফেরা।
আবির তার রং বদলায়
নেতা দল পাল্টায়,
মানসিকতা বদলে যায়,
আমরা খোলস ছাড়ি, ভুলে যাই
মুখোশে মুখ ঢাকি লজ্জায়।
সবই হয়, সময় বয়ে যায় ধীরে ধীরে,
শুধু ওরা আর ফিরবে না ঘরে।