মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮২
বিষয় – নক্ষত্র / একাদশী / রমজান মাস
নক্ষত্রেরা
কত নক্ষত্রের সমাহার এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডলোকে,
শত সহস্র যোজন দূরত্বেও যারা আপন আলোক ছড়ায়।
আজও অজ্ঞাত কবে কার জন্ম তথা উত্থান,
তেমনই অজানা কখন কোন তারা নিরবে খসে যায়।
যদিও তার আলো থাকে
তখনও অম্লান শতত,
তাই মোরা ভ্রমি সদাই
সেই তারা বুঝি আছে তেমনই অক্ষত।
বড় গভীর সংযোগ এই বিশ্ব প্রকৃতির নিয়মের সাথে
মানব জীবনের নিয়ম নীতিতে,
তাই এরূপ হয় সদাই
আপন সাহিত্য, শিল্প, সংস্কৃতিতে।
যে নক্ষত্ররা আপন মহিমায় ছড়ায় আলো,
নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল প্রকাশে,
তাঁরা এ ভুবন ছেড়ে চলে যাওয়ার পরও
চিরদিন স্বমহিমায় আপন ক্ষেত্রে সদাই উদ্ভাসে।
তবুও কোথাও বাজে
বিষাদ ব্যথার সুর,
শূন্য দেউল আর
কভু হয় না ভরপুর।
যেমন থাকে রিক্ত
নক্ষত্র বিহনে রাতের আকাশ,
তেমনই এ সমাজ সংসার মাঝে
শিল্পী তারকা বিহনে জাগে প্রভুত হতাশ।।