সম্পাদকীয় নয়: বিবিধের মাঝে পুরোনো গন্ধকে ফিরে পাওয়া সকাল
by
·
Published
· Updated
একটা গোটা বছর টালমাটাল পরিস্থিতি, একটা গোটা বছর বইপত্র নিয়ে আশঙ্কা, পড়াশোনা, নিউ নরমাল, ক্রাইসিস, কতশত দুরূহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে সকলে কাটালাম। আজ সরস্বতী পুজো স্পেশাল ‘সাহিত্য হইচই’ সংখ্যায় ঠিক করেছি সম্পাদকীয়, এইরকম একটি গুরুগম্ভীর বিষয় নিয়ে একেবারেই আলোচনায় যাবো না। এই একটা দিন নিয়ে হয়তো যত লেখা হয় ততই কম, যত ভাবা হয়, ফিরে আসে সেই নস্ট্যালজিক, আবেগঘন মুহূর্তগুলোই। একেবারে ছোটবেলার সেই দুষ্টুমির দিনগুলি থেকে, কৈশোরের দাপাদাপি, বিকেলের অস্তরাগে অন্তরে পুজোর শাঁখের সাথে সাথে মিষ্টি প্রেমের অনুরণন-আমাদের তো ভালোবাসা ঘুরেফিরে সেই বইযাপন, খিচুড়ি আর অপটু হাতের স্নিগ্ধ আল্পনাতেই রয়ে যায়…আমাদের এই সরস্বতী পুজো সংখ্যাতেও ছোটরা এবং বড়রা তাদের নিজস্ব মুহূর্ত-যাপন করেছেন খুব সুন্দরভাবে-উপন্যাসে, কবিতায়, গদ্যে, রঙের আল্পনায় সাজিয়ে দিয়েছেন পুজোর ডালি। স্বেতপদ্মে দেবীর আসন, দেবীর কাছে নিত্যদিনের চিন্তা-ভাবনার প্রসারতা ছাড়া আর কীই বা চাওয়ার থাকতে পারে। স্মৃতি ভরা থাকে সুধায়, ছোটরা শিখবে বড়দের আচরণ দেখে, নিত্যনৈমিত্যিক ঘটনাপ্রবাহের মধ্যে দিয়েও আহরণ করে নেবে তাদের সবটুকু শিক্ষা। এ ছাড়া জানার পরিধিই বা আর কতটুকু হতে পারে! অজ্ঞানতার অন্ধকার উন্মোচন করে জ্ঞানের আলোর স্বেতশুভ্র আশীর্বাদ- আজ এই দিনটিতে এটুকুই হোক আমাদের নিজেদের জানার এক ক্ষুদ্র প্রয়াস।
শুধু ভারত থেকেই নয়, বাংলাদেশ থেকেও আমাদের সুহৃদ বন্ধুরা নিজেদের কলম-স্বাক্ষর রেখে চলেছেন আমাদের পাতায় নিরন্তর। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান শুধুমাত্র বইমেলার আলোচ্য বিষয়ই হতে পারেনা, যা হতে পারে তা হলো এক দীর্ঘসূত্রতা, আবেগে, ভালোবাসায়, বিবিধের মাঝে এক মহান মিলনক্ষেত্র যা উঠে আসে আমাদের এই সাহিত্য হৈচৈ এর পাতায়। যারা যারা ‘সাহিত্য হইচই’-এর এই মুহূর্ত-বন্ধনের সাক্ষী, তাদের সকলকে আমার প্রণাম, ভালোবাসা, ছোটদের অনেক স্নেহ রইলো। দেশ, কাল, স্থান, সমস্তকিছু পেরিয়েই উৎকৃষ্ট কিছু মুক্তচিন্তার আশ্রয় নিতে আমরা তাই সরস্বতী পুজো সংখ্যা করছি দুই দেশের লেখকদের নিয়েই।
‘সাহিত্য হইচই’ শুধুমাত্র একটি ওয়েবজিন হিসেবে স্বীকৃত বা সীমাবদ্ধ নয়, বরং সম্পাদক হিসেবে, আপনাদের সকলকে সাথে নিয়ে হইচই আরো সমৃদ্ধ হোক, কলেবরে নয়, উৎকর্ষেই, এটিই একমাত্র কাম্য। আপনারা সবাই লিখুন/ লেখো।
পাঠিয়ে দিন sreesup@gmail.com / techtouchtalk@gmail.com