হৈচৈ কবিতায় গৌতম বাড়ই
ভাবছি এখন ভাবছি এখন
তখন তুলতুলে মন তুলতুলে মন
তখন আমরা তুতুল মিতুল ছানা
স্কুল নেই আর নেই সেই খাঁচাকাকুর হানা
খাঁচাকাকু বাজাতেন রোজ ভেঁপু
ঠিক ন’টা ঠিক ন’টা ঠিক জানতাম
মায়ের ক্যাচক্যাচি মনেপ্রাণে সেটা মানতাম।
ভ্যান চলে গড়গড় রাস্তায়
সস্তায় বেড়ে উঠি অবিকলে
আমাদের ধূলোহীন ঘরবাড়ি মন শিক্কলে।
এই শৈশব এট্টু নয় ফ্যালনা
পড়-পড়, ফেলে দাও খেলনা
অঙ্কে মিলিয়ে, জীবনে দেখ কী মেলেনা?
মাঠ-ঘাট পুকুর রূপকথা বন্দী
খাঁচায় ভরে তোমরা যে পৃথিবী গড়েছ
মনে আর পায়ে বেড়ি দিয়ে যে পৃথিবী পেয়েছ
মানুষ কী মানুষ থাকে?রোজ তাই দেখনা!