পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ৩৫
বিষয় – মাতৃভাষা/বিদেশী ভাষা
মায়ের ভাষা
হে আমার অমর একুশে ফেব্রুয়ারি
লহ প্রনাম, শ্রদ্ধা, তুমি তো আমারি।।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ভাষা
অকাতরে বিলিয়ে দিল বুকের মাঝে আশা।।
হিম্মত আছে দেখি কার লুন্ঠন করে ভাষা ?
আজ ও তুমি অমর বাঁধনে আছে ভালবাসা।
আমার একুশে ফেব্রুয়ারি আমাদের জয়
বিশ্বের চোখ রাঙানিতে করিনা কোন ভয়।।
ভাষায় কোন রং চাইনা চলুক বলুক আপন
পথে,দেখাবে রোজ বেঁচে থাকার জীবন যাপন।।
ভাষায় আমার মন, ভাষা আমার অমূল্য সম্পদ
ভাষা আমাকে সাহস দেয় আসুক না যত বিপদ।।
মায়ের ভাষাতে কথা বলা, মায়ের মুখের বুলি
আজ আমরা সেই কথাটি কেমন করে বল ভুলি।।
এসেছে নতুন সময় কর ব্যয় , করিনা ভাষার অপচয়
কে তুমি,কে আমি ভাষা দেয় আমাদের প্রথম পরিচয়।।
আসুক প্রলয়,নয় পরাজয় ভাইয়ের রক্তে যা পাওয়া
বয়ে যাক যদি আজ কোন উল্টো পথের দূষিত হাওয়া।।
পরোয়া করিনা,রক্ত ঝরেছে,নয় আবার রক্ত ঝরবে
ভাষা দিবসের বিজয় পতাকা সবাই হাতে রাখবে।।
মাতৃভাষা অমৃত সমান বলেছেন গুণী ,ব্যক্তি জন
মাটি কামড়ে ধরে রাখতে হবে আমাদের এই ধন।।
কালের ফণী মাথা তুলতে চায়,বৃথা চেষ্টা করে যায়
বর্ষিত হোক পুষ্পবৃষ্টি, মেঘমালা আজ গান গায়।।
বাতাসে ভাসে প্রেমের গান, এসেছে ভাষাতে প্রাণ
তুমি বিশ্ব ভূবনে সমৃদ্ধ করেছ বাংলা ভাষার মান।।
নহি মোরা দীন, ধারালো ভাষায় চলি প্রতিদিন
বিলিয়ে দেব, মিশায়ে নেব ভাষাকে করে রঙ্গিন।।