কাব্যানুশীলনে শুভঙ্কর চট্টোপাধ্যায়

চেতনার লাশ
শিক্ষা কুচিকুচি করে
ছিটিয়ে দিচ্ছে ওরা পথে।
সামনে কোনও আলো নেই,
উড়ে যাচ্ছে মত্ততার রথে
ষোল-সতেরোর সব
অস্থির মনের ছেলেমেয়ে,
বইখাতা পায়ে মাড়িয়ে
শুধু বেঁচে আছে কোনওমতে,
চোরাবালি গ্রাস করছে,
ডুবে যাচ্ছে, বুঝতে পারছে না।
আমরা অভিভাবক,
কী শিক্ষা রেখে যাচ্ছি তবে?
রুচি আর সংস্কৃতি
মেশাতে পারিনি অনুভবে,
এভাবেই হেরে যাবো,
ব্যর্থ হবে সমস্ত প্রয়াস!
অবক্ষয়ের পথে
পড়ে থাকবে চেতনার লাশ!