ক্যাফে কাব্যে শেষাদ্রি চট্টোপাধ্যায়

নির্বিকল্প

আমি তার ঘরে থাকি
জমিয়েছি ছোট ছোট মেঘ
আড্ডা দিই পাহাড়ি ঝর্ণায়
ঘুরে আসি পুরো শালবন ,
নেমে এলে হেসে উঠে
লিখে রাখে আয়ুষ্মান ভব –
লিখে রাখে বেদ বাইবেল I
ইচ্ছে হলে ডেকে নিই
আরো কিছু মেঘের ব্যাপারী
খোঁজ রাখি জাহাজ ও আদার ,
ঘুরে আসি পুরো শালবন
ঘুরে আসি কাল মাটি দেশ ,
আমি তার ঘরে থাকি
জমিয়েছি ছোট ছোট মেঘ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।