|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় সুমিতা চৌধুরী

শাশ্বত কবি প্রণমি তোমায় ( শ্রদ্ধার্ঘ্য)

আজ সারাবেলা অঝোর ধারায় বৃষ্টি,
একি বৃষ্টি, না তোমায় হারানোর দিনে প্রকৃতি করছে রোদন?
এমনই এক শ্রাবণঘন দিনে তুমি প্রকৃতিতে হয়েছিলে লীন,
বারিধারায় মিশেছিল মোদের সমবেত ক্রন্দন।
তোমার গানে আজও মোদের প্রভাত ফেরি,
ব্যাকুল মন কাব্য ছুঁয়ে যায়,
ঋতু বদলায় তোমারই গানের পরশে,
সাঁঝের তারা তোমারই কথা কয়।
জগৎসভায় আজও তুমি চির নবীন ,
সমাজে আজও ভীষণ প্রাসঙ্গিক।
কাব্য, আলেখ্য, নাট্য, সংগীতে,
তোমার উপস্থিতি আজও সর্বাধিক।
ভালোবাসা- ভালোলাগা, দুঃখ-বেদনায়,
তোমার সৃষ্টি হৃদয় ছুঁয়ে যায়।
শিশু থেকে আবাল বৃদ্ধ- বনিতা,
তোমার মাঝে নিজেরে খুঁজে পায়।
তুমি শিশুর কল্লোল, তুমিই যৌবনের দূত,
তুমিই মাঝদরিয়া, তুমিই শেষ পারানীর গীত।
তুমি শেখালে প্রতিবাদের ভাষা নাইট উপাধি প্রত্যাখ্যানে,
তুমিই গড়লে রাখির সূত্রে মিলনের উৎসব ।
তোমারই কাব্যে স্বাধীনতার বাণী,
তোমারই রচনায় নারী জাগরণের রব।
আজও মোদের প্রতিদিন, প্রতিক্ষণে মিশে আছো তুমি মোদের আত্মায়,
ছিলে, আছো, রইবে শাশ্বত প্রতিক্ষণে,
শুধু পঁচিশে বৈশাখে, বাইশে শ্রাবণে নয়।।

Spread the love

You may also like...

error: Content is protected !!