মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯০
বিষয় – বিদ্রোহী কবি নজরুল/ পরম্পরা/ মৌলিক
ক্লেদাক্ত সমাজে মৌলিক অধিকার ব্রাত্য
অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, যা কিছু মানুষের মৌলিক অধিকার,
সবই আজকে কুক্ষিগত ক্ষমতাবানের হাতে।
ধুঁকছে জীবন, নরক যাপন,
পাশার ঘুঁটি ঘুরছে দেখো সুখের মৌতাতে।
ভ্রূক্ষেপ নেই কারো, যেন এ ভাবেই বহে জীবন,
মেরুদণ্ডহীন সরীসৃপ সমাজ রয়েছে শীতঘুমে।
অর্থমূল্যে বাঁধা অধেক দলদাস করে পদলেহন,
অধেক যা আছে বাকী, আপন স্বার্থের নিরিখে প্রভুর চরণ চুমে।
হায়রে সভ্যতা, হায়রে শ্রেষ্ঠ জীব,
কতো সহজেই যাচ্ছে আবার অতীত গুহায় ফিরে!
লালসার নেশায় রচছে নিজ হত্যার চক্রব্যূহ,
রিক্ত হাতে ভিড়ছে সবে মৃত্যুরই তীরে।
কোন সে সংবিধান, কোন সে গণতন্ত্র,
যার প্রতি পৃষ্ঠায় লেখা আছে মানব অধিকার?
সবই আজ বাতিল খাতা, ঠোঙার দরে বিকোয়,
শাসন যার, অধিকার তার, এই বাণীই সিদ্ধ আজ, নেই কোনো স্বাধিকার।
আইনের চোখে বাঁধা ঐ কালো কাপড় যেন ধৃতরাষ্ট্র,
দণ্ড বিধান বিচার সবই প্রহসন মাত্র।
রাষ্ট্র রাজ্য সমাজ সংসার সবই ঘুণে খাওয়া জমি,
ভেঙে পড়ছে তাসের ঘরের মতোই, ক্লেদাক্ত, রক্তাক্ত।
পিশাচ সম চষে বেড়ায় সেথা লোলজিহ্বায় নরকীট,
রক্ত মাংসের নারকীয় ভোজনে লিপ্ত।
সৃষ্টি আজ শরশয্যায় চির নিদ্রায় সমাধিস্থ,
বুভুক্ষু হাহাকারে পাষাণভূমিতে কাঁদে আত্মারা অতৃপ্ত।।