“নীল সুনীলে দিন যাপন” সুনীল স্মরণী -তে শেষাদ্রি চট্টোপাধ্যায়

জন্মদিনের প্রণাম

কেউ রাখেনি কথার কথা
ফুল ফুটেছে অন্ধকারে
একটি দুটি তেমন মানুষ
একটু ঝুঁকে , খাদের কিনার –
ডাক দেয় কি ভবিষ্যতে ?
যদি কোন উঠতি কবি
পাকদন্ডী পেরিয়ে আসে
নিজেই ভাঙে রাজার প্রাসাদ I
একলা কোন অন্ধকারে
বদলে দেওয়া ফুটপাত আর
সঙ্গে পাগল বন্ধু কবি
এবং নীরা কৃত্তিবাসে ,
পুরোনো কোনো দেশের পাতায় I
হাপিত্যেশে নিরুদ্দেশে
কেউ যায় কি জন্মদিনে !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।