কাব্যানুশীলনে সুমিতা চৌধুরী

আমার একুশ
একুশ আমার রক্তে রাঙা ভোরের অঙ্গীকার ,
একুশ আমার বাংলা মায়ের জয়ের অহংকার।
একুশ আমার আবেগ, সত্তা, ভালোবাসা অফুরান,
একুশ আমার স্মৃতির কূলে মন কেমনের টান।
একুশ জুড়ে উথাল-পাথাল শত শহীদের স্মৃতি,
একুশ জুড়ে রয়েছে হৃদয়ে মাতৃভাষার প্রীতি।
একুশ জুড়ে গাইছে বিশ্ব, ভাষা দিবসের জয়গান,
একুশ জুড়ে শহীদ ভাইদের করি অন্তরের শ্রদ্ধা দান।
একুশ তোমায় সাজাই হৃদয়ের সম্মান ও সোহাগে,
একুশ তোমায় মনের মণিকোঠায় বরেছি সবার আগে।
একুশ তোমায় কুর্ণিশ করি বাঙালি হওয়ার অহমে,
একুশ তোমায় শ্রদ্ধায় নমি আমার প্রতি জনমে।
একুশ তুমি দৃপ্ত কণ্ঠে এক স্বাধীনতার ডাক,
একুশ তুমি আমার কলমে স্বপ্ন একঝাঁক।
একুশ তুমি আমার আত্মায় মিশে রবে আজীবন,
একুশ তুমি ভাষা শহীদদের এক গর্বের বলিদান।
একুশ আগুন, একুশ প্রীতি, একুশ নাড়ির টান,
একুশ বাঙালির রক্তে লেখা মুক্তির জয়গান।
একুশ শ্রদ্ধা, একুশ স্বপ্ন, একুশ ভালোবাসা,
একুশ আমার সত্তা জুড়ে বেঁধেছে গভীরে বাসা।।